পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৬ ব্যাচের কর্মকর্তা মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে সাত বছর ধরে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন এম শহীদুল হক। ৩০ ডিসেম্বর তিনি অবসরে গেলে মাসুদ বিন মোমেনকে এ পদে নিয়োগ দেয় সরকার।
অর্থনীতিতে মাস্টার্স মোমেন ১৯৮৮ সালে কর্মক্ষেত্রে যোগ দেন। জাতিসংঘ অনুবিভাগে প্রথম কাজ শুরু করেন তিনি। ১৯৯২ সালে তাকে নিউ ইয়র্কে জাতিসংঘে পোস্টিং দেওয়া হয়। পরের পোস্টিং ছিল ইসলামাবাদে। ১৯৯৮ সালে ঢাকায় ফেরত আসার পর জাতিসংঘ অনুবিভাগ ও ফরেন সেক্রেটারি অফিসের ডিরেক্টর হিসেবে কাজ করেন।
২০০১ থেকে তিন বছর লিয়েনে সার্ক সেক্রেটারিয়েটে কাজ করার পর দিল্লিতে ডেপুটি হাইকমিশনার হিসেবে পদায়ন করা হয় তাকে। ২০০৬ সালে ঢাকায় ফেরত আসার পর জাতিসংঘ অনুবিভাগ, সার্ক অনুবিভাগসহ অন্যান্য জায়গায় কাজ করেন তিনি। ২০০৮ সালে রোমে এবং ২০১২ সালে টোকিওতে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৫ সালে নিউ ইয়র্কে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ছিলেন মাসুদ বিন মোমেন। গত নভেম্বরে ঢাকা ফেরত আসার পর সেক্রেটারি (দ্বিপক্ষীয়) হিসেবে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।