পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গীর দিকে যেতে কসাইবাড়ি গেটে গেটম্যানকে র্যাব তুলে নিয়ে যাওয়ায় ট্রেন চলেনি দুই ঘণ্টা। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে কর্তৃৃপক্ষের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় র্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মাস্টার মরণ চন্দ্র দাস সাংবাদিকদের জানান, গতকাল বেলা ১১ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি কসাইবাড়ি রেলগেট পার হওয়ার সময় গেটম্যান আল আমিন গেট ফেলে দেন। ওই সময় রেলপথের কাছে দাঁড়ানো র্যাবের গাড়ি গেট তুলে দিতে বলেন। গেটম্যান আল আমিন এ কথায় রাজি হননি। রেলগেট লক হয়ে গেছে জানিয়ে তিনি র্যাব সদস্যদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তখন র্যাবের লোকজন গাড়ি থেকে নেমে এসে আল আমিনকে তুলে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে অন্য গেটম্যানরা দুপুরের পর রেল চলাচল বন্ধ করে দেন।
তিনি আরো জানান, এ ঘটনার জেরে ট্রেন চলাচল বেলা ২ টা ৫০ থেকে ৪ টা ৪০ পর্যন্ত বন্ধ ছিল। ঢাকা যাওয়ার পথে ভারত থেকে আসা মৈত্রী এক্সপ্রেস ও সুরমা মেইল এবং ঢাকা থেকে যাওয়ার পথে টাঙ্গাইল কমিউটার ও উপকূল এক্সপ্রেস থেমে ছিল এ সময়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার-বিন-কাশেম সাংবাদিকদের বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল। মুচলেকা নিয়ে পরে তাকে ছেড়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।