পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রশংসা করে হাইকোর্ট বিভাগের এক বিচারপতি নিজ ফসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে, সুপ্রিমকোর্টের দু’য়েকজন বিচারপতি রাজনৈতিকভাবে দলীয় মনোনয়ন পাওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক মেয়র প্রার্থীর পক্ষে প্রশংসাসূচক স্ট্যাটাস দিয়েছেন। আমরা মনে করি, কোনো বিচারপতি কোনো মেয়রপ্রার্থীকে সমর্থন বা তার প্রশংসা করলে জনসাধারণের মধ্যে সুপ্রিমকোর্টের নিরপেক্ষতা,ন্যায়বিচার ও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে। এ অবস্থায় বিচারকদের নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করছি।
এদিকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার ফজলে নূর তাপসকে নিয়ে দেয়া স্ট্যাটাসের স্ক্রিনশট বিএনপিপন্থী আইনজীবীরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করছেন। বিভিন্ন রকম কমেন্টও করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।