পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য ফেনীতে নতুন একটি শিল্পনগরী গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। ফেনী পৌরসভার বাইরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) অধীনে ১০০ একর জমির ওপর নতুন এ শিল্পনগরী গড়ার কাজ শুরু করেছেন সরকার। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বিসিক সদর দপ্তরে দ্রুত প্রস্তাব পাঠানোর জন্যে ফেনীর বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে ফেনী বিসিক শিল্পনগরীটি দ্রæত গড়ে তোলার লক্ষ্যে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ¦ কামাল আহম্মেদ মজুমদার ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগরী এলাকা পরিদর্শন করে গেছেন। এসম তার সাথে ছিলেন চট্টগ্রাম অঞ্চালিক পরিচালক বাবুল চন্দ্র নাথ, বাংলাদেশ বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ড. বেলাল আহম্মেদ, শিল্প নগরী কর্মকর্তা নুর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী রায়হান আতাহার, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা।
বিসিক সদর দপ্তর সূত্রে জানা যায়, ইতোমধ্যে আগামী ১০ বছরের জন্য একটি কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিসিকের তৈরি শিল্পপার্কে বিনিয়োগের ব্যাপারে আকৃষ্ট করতেই ফেনীর এই শিল্প নগরী প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহম্মেদ মজুমদার ফেনীর এই শিল্প নগরী প্রতিষ্ঠার বিষয়ে বলেন, বর্তমান সরকার টানা এক দশক ক্ষমতায় থাকার কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্পায়ন ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না। সেই কথা চিন্তা করেই ফেনীতে নতুন এই শিল্পনগরী গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার। শিল্প উদ্যোক্তা তৈরি হলে দেশের অর্থনীতির চাকা সচল হবে, যোগ হবে নতুন মাত্রা। তাই সবধরনের সুযোগ-সুবিধা দিয়ে নতুন শিল্প উদ্যোক্তাদের জন্য আরো ১শ’ একর জায়গায় বিসিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। বিসিক শিল্পনগরীগুলোতে নতুন বিনিয়োগকারী আকৃষ্টের লক্ষ্যে সরকারের নানামুখি উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, শিল্প প্লট বরাদ্দের ক্ষেত্রেও নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। কামাল আহমেদ মজুমদার বিসিক শিল্পনগরীগুলোর শিল্প প্রতিষ্ঠানের জন্য সব ধরনের অবকাঠামো ও পরিষেবা সুবিধা নিশ্চিত করতে শিল্পনগরীর কর্মকর্তাদের তৎপর থাকারও নির্দেশ দেন।
বাংলাদেশ বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ড. বেলাল আহম্মেদ তিনি আশা প্রকাশ করে বলেন, এই বিসিক একদিন জিডিপিতে একটা বড় অবদান রাখবে। একদিন হয়তো জিডিপির মূল চালিকাশক্তি হতে পারে এই বিসিক শিল্পনগরী। এর জন্য পুরাতন ফেনী বিসিক শিল্পনগরীকে আরো উন্নত ও আধুনিকায়ন করতে ইতিমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে গ্যাস, বিদ্যুৎ, পানি, ড্রেনেজ ব্যবস্থাসহ সব রকমের সুযোগ-সুবিধা রয়েছে। পর্যায়ক্রমে এটি দ্রুত কার্যকর করা হবে। বিসিক এখন আর সেই আগের আমলের মতো চলবে না। এখন সময় এসেছে এর পুরোটাই খোলচ পাল্টানোর। আর সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ শুরু করেছেন।
স্থানীয় ব্যবসায়ী নাইমুল মীর বলেন, ফেনীতে নতুন এই শিল্পনগরী গড়ে তোলা হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও সব মিলিয়ে বর্তমান সরকার শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন করে বাংলাদেশকে বহির্বিশ্বে আকর্ষণীয় হিসেবে তুলে ধরার প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।