পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল দলের আমীর ডা. শফিকুর রহমান তাকে ২০২০-২২ কার্যকালের জন্য সেক্রেটারি জেনারেল হিসাবে শপথ বাক্য পাঠ করান। জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক সংসদ সদস্য। তিনি ৮ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৯ সালের ৮ জানুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন।
মিয়া গোলাম পরওয়ার ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। এরপর ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত হন। ১৯৯৬-২০১১ সাল পর্যন্ত খুলনা মহানগরী জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের নভেম্বর থেকে তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।