পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, জিডিপিতে গ্রোথ বেড়েছে। সরকার শিক্ষার জন্য পরিবেশ তৈরি করতে বিভিন্ন উন্নয়ন করছে। স্কুলের ভবন, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে।’- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বদলগাছী উপজেলার বালুভরা আর বি হাইস্কুল অ্যান্ড কলেজের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে কোনও চাকরি হয় না। যোগ্যতা ও মেধায় চাকরি হয়। সরকার সোনার মানুষ দেখতে চায়। সে লক্ষ্যেই কাজ করছে।’
মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের রক্তে রঞ্জিত লাল সবুজ পতাকাটা দিয়ে মরে যেতে চাই। সেজন্য তাদের সোনার ছেলে হিসেবে তৈরি করতে হবে।’
প্রতিষ্ঠানের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপি, ইসরাফিল আলম এমপি, পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ও স্কুলের পৃষ্ঠপোষক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।