Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে ঘন কুয়াশায় ঢাকা পথ-ঘাট

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল নীলফামারী জেলার পথ-ঘাট। কুয়াশার দাপটে দৃষ্টিসীমা নেমে যায়। মাত্র ৫০ মিটার দূরত্বে কোনো কিছুই দেখা যায়নি। এ সময় সড়ক মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে।
ঘন কুয়াশার কারনে গতকাল দুপুর ১২টার পরও রাস্তা-ঘাট ছিল এক রকম ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা-বাড়ির বাইরে যায়নি। গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে।

এদিকে বেলা ১টার কিছুক্ষণ পর কুয়াশা কেটে সূর্যের আলো মাটি স্পর্শ করে। গত দু’দিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা সামান্যতম কমেনি। নীলফামারী জেলায় গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা বাতাস ও মৃদু শৈত্যপ্রবাহ লোকজনকে কাবু করে রেখেছে। বিশেষ করে বেশি কষ্ট পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের।
গতকাল দুপুরের পর সূর্য দেখা দিলেও কয়েক ঘণ্টা পর ঘন কুয়াশায় ঢাকা পড়ে। সে সঙ্গে বাতাস কাঁপন ধরিয়েছে। কিছুক্ষণের সূর্য স্বস্তি দিতে পারেনি জেলার খেটে খাওয়া ও ছিন্নমূল লোকদের। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, গতকাল নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা সহসা কেটে যাবে তেমন সম্ভাবনা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ