পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দল ও সরকারকে পৃথকীকরণ নিয়ে ২১তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলের শুরু থেকেই আলোচনা ছিল সরকারি দল আওয়ামী লীগের রাজনীতিতে। দল ও সরকারকে পৃথক করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানোর ব্যাপারে হাইকমান্ডের ইচ্ছার প্রতিফলন দেখা গেছে আওয়ামী লীগের নতুন কমিটিতে। নতুন কমিটিতে মন্ত্রিসভার সদস্য ব্যক্তির সংখ্যা এবার কমে এসেছে। ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ৪৩ জনের নাম দলের কাউন্সিল অধিবেশনে ঘোষণা করা হয়। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির মাত্র পাঁচজন মন্ত্রিসভায় রয়েছেন।
দল ও সরকার উভয় স্থানে থাকা ব্যক্তিদের মধ্যে দলীয় সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়া সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সভাপতিমÐলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ও ড. হাছান মাহমুদ চৌধুরী তথ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
গত কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, একই পদের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবার আওয়ামী লীগের ঘোষিত আংশিক কমিটিতে বাদ পড়েছেন। তবে একাধিক সূত্রে জানা গেছে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অন্যপদে দায়িত্ব পেতে পারেন।
কাউন্সিল থেকে সাংগঠনিক সম্পাদক পদে তিনটি পোস্টসহ অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, ধর্ম সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, উপ-সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নাম কাউন্সিলে ঘোষণা করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।