পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার পর নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ ভেতরে ফেলে গেছে বিএসএফ। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলার হরিপুর সীমান্তের দিনাজপুর ৪২ বিজিবি’র আওতাভুক্ত মিনাপুর বিওপি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হরিপুর থানা পুলিশ।
দিনাজপুর ৪২ বিজিবি সূত্র বিএসএফ’র বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক এবং মানসিক ভাবে ভারসাম্যহীন। সীমান্ত এলাকায় সে গাছতলায় বসে থাকতো। বিএসএফ তাকে বাংলাদেশি ভেবে পিটিয়ে মেরেছে বলে ধারণা করছেন সীমান্তবাসীরা।
জানা গেছে, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর বিওপি এবং ১৪৬ বিএসএফ এর সোনগাঁও ক্যাম্পের মেইন পিলার ৩৫৩ এর ৩ এস বরাবর তারকাঁটার বাহিরে নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে একটি লাশ উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা মিনাপুর বিজিবিকে খবর দেয়। মিনাপুর বিওপির বিজিবি সদস্যরা পরে পুলিশের সাহায্যে লাশ উদ্ধার করে।
হরিপুর থানার ওসি তদন্ত সবুর জানান, ব্যাক্তিটি পাগল ছিলেন এবং তিনি ভারতীয় নাগরিক। তবে তার নাম পরিচয় জানা যায়নি। বিজিবি এবং বিএসএফ’র মধ্যে বিষয়টি আলোচনার মাধ্যমে তাদের লাশ বিএসএফ নিয়ে গেছে।
এ ব্যাপারে দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল নাহিদুজ্জামান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। আমরা শুনেছি, তাকে বিএসএফ পিটিয়ে মেরেছে। তাদের নাগরিকের লাশ তারাই নিয়ে গেছেন। সীমান্তের কাছাকাছি ঘটায় আমরা অবগত হয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।