পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে দলটির তৃণমূলের নেতাকর্মীরা গতকাল সকাল থেকেই দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে নানা ধরনের রংবেরঙের ব্যানার-ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে সমবেত হয়েছেন।
কেউ সোলায় তৈরি সূর্যমুখী ফুল বানিয়ে এনেছেন, কেউ বা এনেছেন নানান আকৃতির নৌকা। নেতাকর্মীদের আনা আলোকোজ্জ্বল একটি নৌকা বিশেষভাবে নজর কেড়েছে সবার। অনেকেই দাঁড়িয়ে পড়ছেন নৌকাটির সঙ্গে সেলফি তুলতে।
গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীর পক্ষ থেকে জিল্লুর রহমান মুকুল নামে এক নেতা বর্ণিল ওই নৌকাটি নিয়ে হাজির হয়েছেন সম্মেলনস্থলে। গতকাল সন্ধ্যায় টিএসসি মোড়ে আলোকোজ্জ্বল নৌকাটিকে ঘিরে কৌতূহল দেখা যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মাঝে। নৌকাটি দেখামাত্র অনেকেই সেটার পাশে দাঁড়িয়ে সেলফি ও ছবি তোলেন।
নৌকায় লাগানো মাইকে বিভিন্ন দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচার করা হয়চ্ছে প্রশংসামূলক বার্তা। টাঙ্গাইলের দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ কয়েকজন নেতাকর্মীসহ সেলফি তুলছিলেন। তিনি বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আমরা ঢাকায় এসেছি। আমাদের দলের প্রতীক নৌকা বানানো হয়েছে, বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, ভালোলাগা থেকে ছবি তুলছি।
সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম শিকদার বলেন, আলোকোজ্জ্বল সুন্দর নৌকা দেখে ভালো লাগলো। জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে তাই ভাবলাম সবাই একটা সেলফি তুলে স্মৃতিটাকে ক্যামেরাবন্দী করে রাখি। নৌকা তৈরি করে আনা গাজীপুর জেলার জিল্লুর রহমান বলেন, দলের প্রতি ভালোবাসা এবং সম্মেলনে আগতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গাজীপুরের নেতাকর্মীদের পক্ষ থেকে এমন জাঁকজমকপূর্ণ নৌকা বানিয়েছি।###
রানা/শব্দ-২৩৩
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।