Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ২৯ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ডেঙ্গুর প্রার্দুভাব আবর বাড়ছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (১৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। একইসময়ে চিকিৎসা নিয়ে হাপসাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২২ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। একইসঙ্গে ছাড়পত্র নিয়েছেন যথাক্রমে ৮ জন ও ১৪ জন। সারাদেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন। এর মধ্যে স্বাস্থ্য অধিদফতরে রিপোর্ট করা ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১২০ আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন। সারাদেশে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন শতকরা ৯৯ দশমিক ছয় শতাংশ।
কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক লাখ এক হাজার ১৭৪ জন আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৩১ জন। সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৬টি মৃত্যুর মধ্যে ২২৩টি পর্যালোচনা করে ১৪১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ