পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, আগে থেকেই অসুস্থ বেগম খালেদা জিয়া কারাঅন্তরীণ হওয়ার পর থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে সরকার তাকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানে সচেষ্ট নয়। ৭৪ বছর বয়স্কা খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি থেকে কারাবন্দী রয়েছেন। বিএনপির অভিযোগ, কারাগারে পর্যাপ্ত স্বাস্থসেবা পান না তিনি। ফলে আগে থেকেই অসুস্থ খালেদা জিয়া দিন দিন আরও অসুস্থ হচ্ছেন।
সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বিবৃতিতে অ্যামনেস্টি বলে, শোনা যাচ্ছে খালেদা জিয়াকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি এবং তার অধিকার নিশ্চিত করা হয়নি। এই পরিস্থিতিতে তার চিকিৎসায় জাতিসংঘ আইন (নেলসন ম্যান্ডেলা বিধি) মেনে চলতে কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়েছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তাকে পর্যাপ্ত স্বাস্থ্য পরিচর্যা দেয়া হচ্ছে না এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে না বলে উদ্বেগ রয়েছে। এতে বলা হয়, খালেদা জিয়ার সাথে যাতে ‘ইউএন স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস অন দি ট্রিটমেন্ট অব প্রিসনার্স’ (নেলসন ম্যান্ডেলা রুলস) অনুযায়ী আচরণ করা হয় এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহŸান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।