Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জে এসপি হারুনের জায়গায় জায়েদুল আলম

আরো ২৫ জন পুলিশ সুপারের বদলি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ জায়েদুল আলম। নারায়ণগঞ্জের বির্তকিত এসপি মোহাম্মদ হারুন অর রশীদের বদলির প্রায় পৌনে দুই মাস পর তাকে নারায়ণগঞ্জে এসপি হিসেবে নিয়োগ দেওয়া হলো। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জায়েদুল আলমসহ পুলিশ সুপার পদ মর্যাদার ২৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) এস এম রাশিদুল হককে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর খাগড়াছড়ির এসপি মোহা. আহামার উজ্জামানকে ময়মনসিংহে, মুন্সীগঞ্জের জায়েদুল আলমকে নারায়ণগঞ্জে, শরীয়তপুরের আব্দুল মোমেনকে মুন্সীগঞ্জে, নীলফামারীর মুহাম্মদ আশরাফ হোসেনকে যশোরে, ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) হাসিবুল আলমকে সিরাজগঞ্জে, ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) বেগম আবিদা সুলতানাকে লালমনিরহাটে, ঢাকা এসবির এস এম আশরাফুজ্জামানকে শরীয়তপুরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মোখলেছুর রহমানকে নীলফামারীতে, ঢাকা এসবির বেগম জেরিন আখতারকে বান্দারবানে, ডিএমপির এএইচএম আবদুর রাকিবকে চাপাইনবাবগঞ্জে, পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ আবদুল আজিজকে খাগড়াছড়িতে, সিরাজগঞ্জে টুটুল চক্রবর্তীকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

বান্দরবানের এসপি মোহাম্মদ জাকির হোসেন মুজমদারকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা টিএন্ডআইএমের সারোয়ার মোর্শেদ শামীমকে ডিএমপিতে, ঢাকা এন্টি টেরোরিজমের ওয়ালিদ হোসেনকে ডিএমপিতে, বিএমপির ডিসি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে ডিএমপিতে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি মো. আব্দুল ওয়ারিশকে ডিএমপিতে, ঢাকা পুলিশ ব্যুরো ইনভেটিগেশনের (পিবিআই) মো. জুলফিকার আলী হায়দারকে বিএমপিতে, মালি মিশন থেকে প্রত্যাগত মো. ফারুক হোসেনকে ঢাকার এসবিতে, ঢাকা হাইওয়ে পুলিশের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকার এসবিতে, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিসি মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে কক্সবাজার আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মো. সাইফুল হককে ডিএমপিতে, পাকশি রেলওয়ের মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপিতে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ড. মো. আল মামুনুল আনছারীকে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের নতুন এসপি মোহাম্মদ জায়েদুল আলম ২০১৬ সালে মুন্সীগঞ্জে এসপি হিসেবে যোগদান করেন। তিনি ২২ ব্যাচের এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ