Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম রহস্যজনক : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ঘোষিত রাজাকারদের তালিকায় ভুল-ভ্রান্তি প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কীভাবে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে এলো তা রহস্যজনক। তালিকা প্রকাশ করতে গিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গোলমাল করে ফেলেছে। এই তালিকাটি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এটি খুব খারাপ কাজ হয়েছে।

শেখ হাসিনা বলেন, এটি খুব কষ্টের বিষয়। যার পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন, যুদ্ধ করেছেন। তাদের যদি রাজাকার শব্দটি শুনতে হয়। তাহলে খারাপ লাগারই কথা। আমি বলব যারা দুঃখ পেয়েছেন তারা শান্ত হোন। যারা মুক্তিযোদ্ধা তারা কোনোদিনও রাজাকারের তালিকায় থাকতে পারে না। এটি হতে পারে না।

গতকাল গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে বলেছিলাম, তালিকাগুলো নিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। এত তাড়াতাড়ি এটি প্রকাশ করার কথা না, তাও বিজয় দিবসের আগে। এত সুন্দর বিজয় দিবস উদযাপন করলাম, কিন্তু শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা পরিবার এতে কষ্ট পেয়েছে। তালিকাটি সময় নিয়ে প্রকাশ করা দরকার ছিল। আসলে আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম সবদিক সময়মতো খেয়াল রাখতে পারিনি।

শেখ হাসিনা বলেন, রাজাকারদের তালিকা করতে গিয়ে, স্বাধীনতার পর যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের তালিকাও ঢুকে পড়েছে। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের অনেককেই পাকিস্তান দুর্বৃত্ত-সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে মামলা দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতাদের তালিকা ধরে ধরে কষ্ট দিয়েছে। এরশাদের সময়ও এটি ব্যবহার করা হয়েছে। কিশোরগঞ্জে ১ নম্বর সন্ত্রাসীর তালিকায় নাম ছিল জিল্লুর রহমানের। আমরা ক্ষমতায় এসে এটি অমিট করতে বলেছিলাম।

আওয়ামী লীগ সভাপতি বলেন, তালিকা করতে গিয়ে এখানে ভুল হয়েছে। সবমিলিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা গোলমাল করে ফেলেছে। যারা মুক্তিযোদ্ধা এ রকম একহাজার জনের মতো নাম দেওয়া হয়েছে। সেটি কীভাবে ওই তালিকায় চলে গেল এটি একটি রহস্য। রাজাকারদের তালিকা তার তো গেজেট করা আছে। আলবদর, আলশামস এদের গেজেট করা আছে। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করলাম ওই গেজেট থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থাা নেওয়া হয়েছে। কাজেই যে তালিকা প্রকাশ করা হয়েছে তা কোনোমতেই রাজাকারের তালিকা নয়। যাদের ওই সময়ে জন্ম হয়নি এমন অনেকেরই নামই তালিকায় ঢুকে গেছে।

সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভালো কাজ করলে সবার সহযোগিতা পাওয়া যায়। সবার সহযোগিতায় উন্নয়নের চাকা ধরে রাখা সম্ভব হয়েছে। যার ফলাফল জনগণ পাচ্ছে। আমরা যে উন্নয়ন করেছিলাম ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে নষ্ট করে দিয়েছিল। ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে আবার উন্নয়নগুলো নতুন করে শুরু করলাম। কাজেই বাংলাদেশের যে উন্নয়ন শুরু হয়েছে তার অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। শেখ হাসিনা বলেন, আমরা দারিদ্রের হার ১৬/১৭ তে নামিয়ে আনতে সক্ষম হবো। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। উন্নয়নশীল দেশের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার জন্য যে তিনটি ক্রাইটেরিয়া দরকার তা আমরা এরইমধ্যে অর্জন করে দেখিয়েছি। ক্রাইটেরিয়াগুলো আমরা সামনে আর অর্জন না করলেও উন্নয়নশীল দেশ হিসেবে আমরা তালিকায় থাকব। তারপরও আমরা আমাদের লক্ষ্যগুলো পূরণ করতে চাই।
এসময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপতি ছিলেন।



 

Show all comments
  • Md Alamin Islam Niloy ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
    এটা বিএনপি র চক্রান্ত বলে মনে হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Sazib Paloan ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
    বাংলাদেশে রহস্যজনক কিছু ঘটে??? সবই ত স্বাভাবিক। যদি নিউজ করেন নারকেল গাছে খেজুর ধরেছে আমি এটাকেও ত খুব স্বাভাবিক ভাবেই নিব।
    Total Reply(0) Reply
  • Khaled Khaled ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 0
    এই তালিকা ভুল ছিলো না, এটাই সঠিক তালিকা, এখন যে তালিকা প্রকাশ করবে সেটা হবে ভুল তালিকা
    Total Reply(0) Reply
  • Ahsanol Amin Sikder Shapon ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 0
    স্বীকার করার মত সৎ সাহস মাননীয় নেত্রী ছাড়া করো নাই সেইটা আমি হলফ করে বলতে পারি।
    Total Reply(0) Reply
  • Md Niamul Islam ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    যারা এমন ভুল করলেন, তাদেরকে পুকুরের ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হোক।।
    Total Reply(0) Reply
  • Md Abdul Alim Bappi ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    তালিকা প্রস্তুত করল জামাত-শিবির-বিএনপির আর প্রকাশ করল আওয়ামী লীগ
    Total Reply(0) Reply
  • Sumon Joy ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    আপনাকে জনগনের কাছ থেকে মুক্তিযোদ্ধার শক্তি থেকে দুরে সরানোর একটা ষড়যন্ত্র চলতেছে সাবধান যাদেরকে আপন মনে করছেন এখন আসলে তারা আপনাকে বিপদে ফেলবে
    Total Reply(0) Reply
  • Aminul Islam Sohel ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    প্রশ্নবিদ্ধ তালিকা তৈরী করার জন্য প্রকাশ্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ক্ষমা চাওয়া উচিত। অবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধা মন্ত্রী পদত্যাগ দাবি করছি
    Total Reply(0) Reply
  • Monir ১৯ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৮ এএম says : 0
    রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের দালাল চামচারা ঘাপটি মেরে এখনও বসে আছে বিভিন্ন মন্ত্রনালয়ে! তারাই এই তালিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই অপকর্ম করেছে এবং ফেইসবুকে অপপ্রচার চালাচ্ছে!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ