পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশীয় গবাদিপশুর মজুদ পর্যাপ্ত থাকা সত্তে¡ও বিদেশ থেকে গোশত আমদানি কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কে.এম. কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। রুল জারির পাশাপাশি আদালত গবাদিপশুর গোশতের মান ও বিশুদ্ধতা নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তা–ও জানতে চেয়েছেন। পরবর্তী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারির কৌঁসুলি মো. কামরুজ্জামান জানান, প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুসারে, দেশে গবাদিপশুর গোশতের চাহিদা ৭২ দশমিক ৯৪ লাখ মেট্টিক টন। দেশে উৎপাদন হয় ৭৫ দশমিক ১৪ লাখ মেট্টিক টন। এ অবস্থায় সরকার বিদেশ থেকে গবাদিপশুর গোশত আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিটটি করা হয়েছে। রিটের শুনানি গ্রহণ শেষে রুল জারি করেন আদালত। সুপ্রিমকোর্ট বারের আইনজীবী মো. মোছাব্বির হোসেন বাদী হয়ে রিট করেন। তারপক্ষে শুনানি করেন কামরুজ্জামান ও নাজমুল হুদা। সরকারপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুর আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।