Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে চোরাই তেল ব্যবসায়ী সক্রিয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

রূপগঞ্জের মহাসড়কের বিভিন্ন স্পটে চলছে অবাধে চোরাই তেল বাণিজ্য। দিন দুপুরে চলছে চোরাই তেল বিক্রি। আর এসব চোরাই কাজে নিয়মিত মাসোহারা নিচ্ছে রবিউল নামের এক পুলিশ কনস্টেবল। তবে রবিউল নামের কোন কনস্টেবল মাসোহারা নেয় না বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।
সরেজমিন ঘুরে দেখা যায়, তারাবো পৌর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন ক্রাইম স্পট থেকে নিয়মিত চাঁদা নেয় পুলিশ পরিচয় দিয়ে রবিউল নামের এক চাঁদাবাজ।
সে সিভিল বেশে স্থানীয় ক্ষুদে ব্যবসায়ী থেকে সিএনজি ও বাসস্ট্যান্ড থেকে চাঁদা নেয়। শুধু তাই নয় তার শেল্টারে চলে যাত্রামুড়া এলাকার অবৈধ চোরাই তেল বিক্রেতা রুস্তম, সুলতানা কামাল সেতু এলাকার আরিফ, উজ্জলসহ রূপসীর কালাম ওরফে কালুসহ বিভিন্ন স্পটে দেদারছে চলছে চোরাই তেলের ব্যবসা। এসব চোরাই তেল সিন্ডিকেট প্রতিরাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন জ্বালানি ও ভোজ্য তেলের ট্রাক থামিয়ে চালক ও হেলপারদের যোগসাজসে চুরি করে নেয় তেল। এসব চোরাই তেল যায় বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে। সরেজমিন ঘুরে আরো দেখা যায়, উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আশপাশ ছাড়াও বিভিন্ন স্থানে টং কিংবা টিনের ঘর করে ঝুলিয়ে রেখেছে দু’একটি পাইপ আর তেলের ড্রাম। এসব ড্রাম দেখলেই অসাধু চালকরা গাড়ি থামিয়ে তেল বিক্রি করে চলে যায়। এসব চোরাই তেল রাখে ওই সিন্ডিকেট। এ সিন্ডিকেটকে সক্রিয় রাখতে রবিউল নিয়মিত চাঁদা সংগ্রহ করে। তাকে চাঁদা না দিলে বিভিন্ন ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন স্পট থেকে চাঁদা নেই না বরং অবৈধ তেলের দোকান বন্ধ করার জন্য চাপ দিয়েছি। এ বিষয়ে তেল ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশের পরিচয় দিলে আমাদের কিছু করার থাকে না। বাধ্য হয়ে যা চায় তা দিতে হয়। সিভিল বেশে পুলিশ পরিচয় দিয়ে রবিউল যাতায়াত করে মহা সড়কের পাশের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে। এতে ব্যাপক হয়রানি হচ্ছেন বলে জানান তারা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন চাঁদাবাজ যেই হোক প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। রবিউল নামের কোন কনস্টেবল চাঁদা নেয় বলে জানা নেই। এ সময় তিনি আরো জানান, চোরাই তেল ব্যবসায়ীদের দমন করতে একাধিক মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ