Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সমুদ্র অভিযানে’ দর্শনার্থীর ভিড়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্রঅভিযান’ গতকাল বিজয় দিবসে সাধারণের জন্য উম্মুুুুুুুক্ত ছিলো। আর তাই অত্যাধুনিক জাহাজটি দেখতে ছিলো মানুষের ভিড়। পূর্বঘোষণা অনুযায়ী কর্ণফুলীর পাড়ে চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্রঅভিযান সবার জন্য উন্মুক্ত রাখা হয়। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী আর শিশু-কিশোররা যুদ্ধজাহাজ দেখে খুশি হন। জাহাজ দেখতে আসা মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। ১১৫ মিটার লম্বা, ১৩ মিটার প্রস্থ এবং ৪ দশমিক ৬ মিটার ড্রাফটের জাহাজটি ২৯ নটিক্যাল মাইলে ছুটতে পারে।
এ জাহাজে থাকার ব্যবস্থা আছে ১৭৮ জন অফিসার ও নৌসেনার। এ জাহাজে শক্তিশালী রাডার, নৌকামান, হেলিকপ্টারের হ্যাংগার রয়েছে। গ্যাস টারবাইন ও ডিজেল ইঞ্জিনে জাহাজটি চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ