Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাজাকারদের তালিকায় সন্তুষ্ট নই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, আজকে রাজাকারের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং এ হত্যাকাÐে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, সেই আলবদর ও আলশামসের তালিকাও করা হোক। আশা রাখি এ তালিকাও হবে। গতকাল কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কামরুল ইসলাম আরও বলেন, আমাদের নতুন প্রজন্ম যারা ’৭১ দেখেনি, মুক্তিযুদ্ধ দেখেনি তারা এই রাজাকারের তালিকার মাধ্যমে আজকে ঘাতককে চিনতে পারছে, শত্রæ-মিত্রকে শনাক্ত করতে পারছে। আমরা এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ