Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে খাদ্য উৎপাদন বেশী বলেই ২০ কেজি চাউল পাচ্ছে দুঃস্থ মানুষ -কৃষি মন্ত্রী

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি বলেই শেখ হাসিনা ২০ কেজি করে চাউল দিচ্ছে গরীব দুস্থদের মাঝে। কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তিনি আজ ২৫ জুন শেরপুরের নকলার গনপদ্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় কয়েকটি ইউনিয়নে গরীব দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফ এর চাউল ও ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন আপনারা ভালো চাউল দেন, ভালো ধান উৎপাদন করেন বলেই আমরা বাংলাদেশ থেকে শ্রীলংকায় ধান রপ্তানি করার সুযোগ পেয়েছি, যা অন্য কেউ পায়নি। আর তাইতো ৯ শত ২০ টাকা ধানের মণ একমাত্র শেখ হাসিনাই দিতে পারে। শেখ হাসিনার সরকার থাকলে দেশে সাধারণ মানুষের উপকার হয়। বিনা পয়সায় বই পায়, পায় উপবৃত্তি।
তিনি আজ নকলা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার নিজ তহবিল থেকে ৫৫২ টি থ্রি পিস ও শাড়ী, ১০ হাজার ৮ শ’ জন গরীব দুঃস্থদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ এর চাউল, এ ছাড়াও ৮ শ পিস শাড়ী ৮শ পিস ট্রাইজার্স ও টিশার্ট এবং ৮শ পিস শার্ট বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ