Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে মহিলা নূরুল কোরআন মাদরাসার উদ্বোধন

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

টঙ্গীতে গতকাল সকালে গাজীপুরা মহিলা ও নূরুল কোরআন মাদরাসার উদ্বোধন করা হয়েছে। মাদরাসা ক্যাম্পাসে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক। মাদরাসাটিতে ৪টি বিভাগে নূরানী, নাযেরা, হেফজ ও কিতাব বিভাগে আলাদাভাবে ছাত্রছাত্রীদের ক্লাশের ব্যবস্থা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পাঠ দান করানো হচ্ছে।

কাজী আশরাফুজ্জামান খোকার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী কেফায়েত উল্লাহ (কাশফী), গাজীপুরা কেন্দ্রীয় ইদগাহ মাঠের সভাপতি কাজী বেলায়েত হোসেন বেলু, গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়াল্লী কাজী শহীদুল ইসলাম, গাজীপুরা উত্তরণ স্কুলের প্রতিষ্ঠাতা কাজী নূরুল আমিন বাবু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়া মাদরাসার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মাদরাসার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হানিফা সিকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ