Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইফ সাপোর্টে দগ্ধ ১০ জন

কেরানীগঞ্জে অগ্নিকান্ড

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ ১০জন লাইফ সাপোর্টে আছেন। এদের মধ্যে আব্দুর রাজ্জাক নামের একজন রোগীর অবস্থা খুবই সংকটপূর্ণ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
তিনি বলেন, কেরাণীগঞ্জের অগ্নিকান্ডে দগ্ধ সর্বমোট ৩১জন রোগী বার্ন ইউনিটে আসে। এর মধ্যে বারো জন মারা গেছেন। ইনস্টিটিউটে এখন দশজন রোগী ভর্তি রয়েছেন। এদের কেউই শঙ্কামুক্ত নয়। প্রত্যেকেই লাইফসাপোর্টে আছেন। সবার শ্বাসনালী পুড়ে গেছে। পুরাতন বার্ন ইউনিটে আটজন রোগী আছে। তাদের ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা সংকটপূর্ণ নয়।

ডা. সামন্ত আরো বলেন, এই আগুনে পোড়ার পরিমাণ এত ভয়াবহ যে, বিগত চল্লিশ বছরের অভিজ্ঞতায় এমন ভয়াবহ বার্ন আমি কখনো দেখিনি। যেমন গত বৃহস্পতিবার এখানে একজন রোগী মারা গেছে, তার মুখমন্ডল এমনভাবে বিক্রিত হয়েছিলো যে তার স্ত্রী চিনতে পারেননি। পরে তার হাতের কাটা দাগ দেখে তাকে শনাক্ত করতে পারেন তার স্ত্রী।

তিনি জানান, রোগীদের মধ্যে আব্দুর রাজ্জাক নামের একজন যার শরীরের শতভাগ পুড়ে গেছে। তিনি অত্যন্ত ঝুকিতে রয়েছেন। বাকি যারা আছে তাদেরও শরীরের ৬০ থেকে ৮০ ভাগ পোড়া রয়েছে। এদের এমনভাবে পুড়েছে যে সেটা রিকোভার করা অত্যন্ত কঠিন ব্যাপার। এর আগে, বুধবার বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামের একটি প্লাস্টিক কারখানায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে, ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন আরও একজন। সবমিলিয়ে কেরাণীগঞ্জের ওই কারখানায় আগুনের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনের প্রাণ গেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ