পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফার্মার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৩৫ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল বুধবার মামলা করে সংস্থাটি। মামলার আসামিরা হলেন মাহবুবুল হক চিশতি, তার স্ত্রী মোছা. রোজি চিশতি, ছেলে রাশেদুল হক চিশতী,পুত্রবধূ ফারহানা আহমেদ এবং তার মেয়ে রিমি চিশতি। খুব শিঘ্রই মামলা দুটি রুজু হবে জানায় সংস্থার জনসংযোগ দপ্তর।
বাবুল চিশতির অবৈধ সম্পদ অনুসন্ধান প্রতিবেদন থেকে জানাযায়, বাবুল চিশতির নামে ২৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৫৯০ টাকার অবৈধ সম্পদ, স্ত্রী রাজি চিশতির নামে ৩৭ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ রয়েছে। তার পুত্র রাশেদুল হক চিশতির নামে ৩২ কোটি ৬৮ লাখ টাকা, পুত্রবধূ ফারহানা আহমেদের নামে ১৫ কোটি ৬২ লাখ টাকার সম্পদ এবং কন্যা রিমি চিশতির নামে ২১ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।
তাদের বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) ও ২৬ (২) ধারায় পৃথক মামলা হবে। এর আগে বাবুল চিশতির শ্যালক মোস্তফা কামালের বিরুদ্ধে ৮৪ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জন ও ২ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। ওই মামলায় তিনি গ্রেফতারও হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।