Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রুনাইতে নিরীহ কর্মীরা অনাহার অর্ধাহারে

দালালদের প্রতারণার ফাঁদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

দালাল চক্রের অপতৎপরতায় ব্রুনাইয়ের শ্রমবাজার গভীর সঙ্কটের মুখে। দালালদের প্রতারণার ফাঁদে পড়ে ব্রুনাইতে বহু নিরীহ প্রবাসী কর্মী অনাহার অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ব্রুনাইয়ের শ্রমবাজারকে রক্ষা করতে হবে।
ব্রুনাইতে দালালদের প্রতারণার শিকার খালি হাতে ফেরত আসা কর্মী ও আতœীয় স্বজনরা গতকাল বুধবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন কালে এসব কথা বলেন। টাঙ্গাইলের রবিউল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, ব্রুনাই ফেরত আয়তাল আলী ও শামীম।
মানববন্ধনের ভুক্তভোগিরা বলেন, টাঙ্গাইলের মধুপুরের ভট্টাবাড়ী গ্রামের কুখ্যাত দালাল সাইফুল ইসলাম, রেজাউল এবং ব্রুনাইতে গ্রেফতার হয়ে ছাড়া পাওয়া আব্দুর রহিম ব্রুনাইতে বেশি বেতনে কাজ দেয়ার কথা বলে কয়েকশ’ নিরীহ কর্মীকে ঐ দেশটিতে নিয়ে কাজ দিতে পারেনি। অসহায় কর্মীদের ভাড়া বাসায় জিম্মি করে রেখে নানা নির্যাতন করছে। দালাল চক্রের হাতে প্রতারণার শিকার প্রবাসী কর্মীরা ব্রুনাইস্থ দারুসসালামের বাংলাদেশ হাই কমিশনে একাধিক অভিযোগ পেশ করেছে। ব্রুনাই থেকে রাতে রবিউল ইসলামের বড় ভাই প্রতারণার শিকার আমিনুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, দালাল আব্দুর রহিমকে ব্রুনাই পুলিশ গ্রেফতার করেছিল। সে ছাড়া পেয়ে বাংলাদেশে ফিরে গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচারের মামলা দিতে গেলেও কোনো কাজ হচ্ছে না।
মধুপুরের দালাল সাইফুল ইসলাম ও রেজাউল দেশে গিয়ে ব্রুনাইতে আটকেপড়া প্রতারণার শিকার কর্মীদের আত্মীয় স্বজনকে নানা হুমকি দিচ্ছে। টাঙ্গাইলের গিয়াস , নজরুল ইসলাম, মোফাজ্জাল ও খাদেমুলসহ অনেকেই ব্রুনাইতে গিয়ে প্রতারিত হয়ে অনহার অনিদ্রায় দিন কাটাচ্ছে। তারা দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ব্রুনাইয়ের শ্রমবাজারকে রক্ষার অনুরোধ জানান। কিশোরগঞ্জের কটিয়াদী থানার দরি চারিয়া গ্রামের শুকুর আলীর ছেলে দালাল নুর মোহাম্মদ ২০১৮ সনে কিশোরগঞ্জের গৌরাঙ্গ বাজার গ্রামের আব্দুল সালামের ছেলে মুহাম্মদ জাকির হোসেন বাবুলকে ভালো বেতনে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার জাকির হোসেন বাবুল ব্রুনাইস্থ বাংলাদেশ হাই কমিশনে লিখিত অভিযোগ পেশ করেছে। হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) জিলাল হোসেন গত ২ নভেম্বর প্রতারক নুর মোহাম্মদসহ অন্যান্য দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা নেয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত চিঠি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ