পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানায় সিলিন্ডার গ্যাস দিয়ে বয়লার চালানোর সময় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে দেয়াল ধসে চাপা পড়ে পথচারী এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে আশুলিয়ার খেজুরবাগান গৌরিপুরে ন্যাচারাল ভিলেজ সোয়েটার কারখানার দেয়াল ধসে এই ঘটনা ঘটে।
নিহত রিমা খাতুন (২০) কুড়িগ্রাম জেলার চিলমাড়ী থানার ধক্ষিল খরঘড়িয়া কাকোয়াপাড়া এলাকার বাসিন্দা। সে দক্ষিণ গৌরীপুর এলাকার মুরাদ অ্যাপারেলস লিমিটেড কারখানার সুইং অপারেটর পদে কাজ করতো।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, কারখানাটি বয়লার সিলিন্ডার গ্যাস দিয়ে চালানো হয়। সিলিন্ডার গ্যাস হিটার মেশিনের মাধ্যমে রিফিল করার সময় পাইপ ফেটে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে উড়ে যায় টিনসেটের চাল ও পাশে থাকা দেয়াল। এ সময় ধসে পড়া দেয়ালে পথচারী নারী শ্রমিক রিমা খাতুন ঘটনাস্থলে নিহত হয়। আহত দুইজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, অবৈধভাবে সিলিন্ডারের গ্যাস দিয়ে বয়লার চালানোর কতটুকু বৈধতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানার কাজগপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।