পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। পেটের ডান পাশে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ স’মিল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রিয়াজুল ইসলাম (৩৮) বাগেরহাট জেলার চিতলমারী সদর থানার আইয়ুব আলীর ছেলে। সে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ স’মিল রোডে টেলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহন ও কাঁচামালের আড়ৎ ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শী মুদি দোকানী মো. ফিরোজ জানান, রাতে তার দোকানে থাকা অবস্থায় অন্ধকারের মধ্যে হঠাৎ একজনকে চিৎকার দিয়ে দৌঁড়াতে দেখে এগিয়ে যান। পরে তার পূর্ব পরিচিত রিয়াজ নামে ওই ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন এবং ঘটনাস্থল থেকে ৪-৫ জনকে দ্রæত হেঁটে চলে যেতেও দেখেন তিনি। তবে তাদের চিনতে পারেননি। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত ওই ব্যবসায়ীর পেটের ডান পাশে গুলি লেগেছিল। তবে সে শঙ্কামুক্ত জানিয়েছেন হাসপাতালের অপারেশন ইনচার্জ নাছির আহমেদ।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, আধিপত্য নিয়ে দ্বদ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।