Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা উচিত

আলোচনা সভায় কাজী খলীকুজ্জমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:২১ এএম

বিদেশে নারী শ্রমিক পাঠানোর কঠোর সমালোচনা করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে উইমেন ফর উইমেন আয়োজিত বেগম রোকেয়ার শিক্ষা ও কর্ম: বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. কাজী খলীকুজ্জমান বলেন, আমাদের বাসায় যারা কাজ করেন, সেই নারী শ্রমিকদের আমরা কি সম্মান করি? করি না। তাহলে মধ্যপ্রাচ্যের মতো দেশে গৃহকর্মীরা কীভাবে সম্মান পাবেন? কেন আমাদের স্বাধীন দেশের মেয়েরা অন্য দেশে যাবেন গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য? বিষয়টি আমার অনেক খারাপ লাগে। দেশে কর্মক্ষেত্র কম, তবে আস্তে আস্তে আরও বেশি হবে। আমাদের এগিয়ে যেতে কিছু সমস্যা আসবে, সেগুলোকে সমাধান করে এগিয়ে যেতে হবে।
বেগম রোকেয়াও একদিনে নারী সমাজের পরিবর্তন আনতে পারেননি বলে মন্তব্য করে খলীকুজ্জমান বলেন, দীর্ঘ প্রক্রিয়া ও প্রতীক্ষার পর তিনি নারী জাগরণে সফলতা পেয়েছেন। তিনি বলেন, আমাদের দেশে আইন কাজ করে দরিদ্রদের জন্য, ধনীদের জন্য আইন কাজ করে না। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উইমেন ফর উইমেনের সভাপতি ড. নিলুফার বানু, সহ-সভাপতি রাশেদা আক্তার খানম, সাধারণ সম্পাদক শামসুন নাহার প্রমুখ।



 

Show all comments
  • Nannu chowhan ১০ ডিসেম্বর, ২০১৯, ৯:০৭ এএম says : 0
    Ami eakdom eakmot je,kono obostatei griho kormi bideshe niog deowa uchit noy
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ