Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী নির্যাতনের ঘটনা সর্বত্র বেড়ে চলেছে

কর্মশালায় মহিলা পরিষদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মহিলা পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, পরিবার, সমাজসহ সর্বত্র নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। আর এজন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে কর্মশালায় তারা এসব কথা বলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু এবং লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম। কর্মশালা সঞ্চালনায় ছিলেন ডিরেক্টর লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবি অ্যাডভোকেট মাকছুদা আখতার।
ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ- আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই- এই শ্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তা গ্রহণকারীদের অভিজ্ঞতার আলোকে কার্যক্রম সমন্বিতভাবে করতে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি রেখা চৌধুরী।

রেখা চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ কাজ করে যাচ্ছে। পরিবার, সমাজসহ সবর্ত্র নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। পরিবার, সমাজ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ, রাষ্ট্র সম্মিলিতভাবে নারী নির্যাতন প্রতিরোধ ও নির্মূলে কাজ করতে হবে। অবৈধ রাজনৈতিক প্রভাব, রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। তিনি নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিন নারীবান্ধব প্রশাসন ও বিচারব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।

মালেকা বানু বলেন, নারী নির্যাতন মুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যেতে হবে। অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও বিচার ব্যবস্থার দীর্ঘসুত্রিতার কারনে নির্যাতনের শিকার নারীকে যথাযথ প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সকলে মিলে নারী নির্যাতন নির্মূলের জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, রোকেয়া সদন সম্পাদক নাসরিন মনসুর, লিগ্যল এইড উপ-পরিষদ সদস্য জয়ন্তী রায়, সংগঠনের প্যানেল আইনজীবী এসএমএ. সবুর, অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আহাম্মদ হাশেম রাজা, আইনগত সহায়তা গ্রহণকারীরা, কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ