Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে

রাজশাহী জেলা আ.লীগের সম্মেলন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত এখনও আছে। তারা বিষাক্ত সাপ। সুযোগ পেলেই ছোবল দেবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের শক্তি তৃণমূল। তারা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো লড়াইয়ে বিজয় আসবে। বিএনপি-জামায়াতকে বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেয়া হবে। চ‚ড়ান্ত লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। 

রোববার সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ফাঁকা মাঠে গোল দেবো না। খালি মাঠে আর গোল দেয়া যাবে না। খালেদা জিয়া ভুল করেছিলেন। নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করতে এসে মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। তারা আন্দোলন করতে এসেও মাঠ ছেড়ে পালিয়ে যায়। বিএনপির কারাবন্দী নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম জিয়ার মামলা হয়েছে ১/১১ এর সময়। সাজা হয়েছে, জেলে গেছেন। জামিন দেয়ার মালিক আদালত। জামিন দেয়ার মালিক আমরা নই। কোর্টে গিয়ে জামিন নেন। কিন্তু সেখানে গিয়ে গুÐামি করবেন না। সন্ত্রাস করবেন না।
জেলা আওয়ামী লীগের সম্মেলনের কথা তুলে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের দলের ভেতরেও সমালোচনা রয়েছে। এ সমালোচনা একে অন্যের ক্ষতি ডেকে আনে। পাবলিকলি সমালোচনা করে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে আগামিতে বিএনপি-জামায়াতকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেবো। রাজশাহীতে এখনও জামায়াত-বিএনপির মত বিষধর সাপ রয়েছে। এখন সুখের দিন নয়। সকল চক্রান্তের বিরুদ্ধে লড়াইয়ের দিন। ক্ষমতায় আছি বলে বড়াই করার দরকার নাই। সামনে কঠিন দিন আছে। রাজশাহীবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বিএনপির উদ্দেশ্যে বলেন, আজকে দিয়েছিল বিক্ষোভ কর্মসূচি। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম জিয়া, তাকে মুক্তি দিতে হবে। কী মামাবাড়ির আবদার! কে মুক্তি দেবে শেখ হাসিনা? স্বরাষ্ট্রমন্ত্রী? মুক্তি দিতে পারবে একমাত্র আদালত। দুর্নীতির দায়ে দÐপ্রাপ্ত খালেদা জিয়া কোনোদিনই মুক্তি পাবে না।
সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সম্মেলনের সমন্বয়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান, নুরুল ইসলাম ঠাÐু, উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ড. সাইদুর রহমান খান প্রমুখ।
সম্মলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেরাজ উদ্দীন মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৩টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয় শিল্পকলা একাডেমিতে। শুধু সম্মেলনের কাউন্সিলরদের উপস্থিতিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর সেখানে মেরাজ উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান আসাদ ও রায়হানুল হক রায়হান নিজেদের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন। পরে তাদের তিনজনকে নিয়েই সমঝোতা করতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দলের কেন্দ্রীয় নেতারা।
বৈঠক থেকে বেরিয়ে এসে কাউন্সিলরদের সামনে নতুন সভাপতি হিসেবে সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারার নাম ঘোষণা করেন মোহাম্মদ নাসিম। এ সময় ১ নম্বর যুগ্ম সম্পাদক পদে বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু ও ২ নং যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিন এমপির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মুনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সালিম উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা, ফেরদৌসি ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, সাবেক এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩৬০ জন কাউন্সিলরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মিরা অংশ নেন।



 

Show all comments
  • jack ali ৯ ডিসেম্বর, ২০১৯, ৯:২৫ পিএম says : 0
    You people eat the poisonous snake in the world????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ