পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে সিনিয়র ডিজিএম ও প্রধান (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’, অনলাইন ব্যাংকিং সুবিধা, এজেন্ট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো. জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ, এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মো. রফিকুল হক ভুঁইয়া, এভিপি ও হেড অব মার্কেটিং (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিও এবং জেনিথ ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পক্ষে জিএম (প্রশাসন) ও কোম্পানী সচিব আবদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।