Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংক-জেনিথ ইসলামী লাইফ চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ৫:২৩ পিএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে সিনিয়র ডিজিএম ও প্রধান (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’, অনলাইন ব্যাংকিং সুবিধা, এজেন্ট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো. জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ, এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মো. রফিকুল হক ভুঁইয়া, এভিপি ও হেড অব মার্কেটিং (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিও এবং জেনিথ ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পক্ষে জিএম (প্রশাসন) ও কোম্পানী সচিব আবদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ