Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর প্রতি সহিংসতা বন্ধে ভূমিকা রাখতে পারে পদযাত্রায় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

‘সৃষ্টিকর্তার কাছে সবাই সমান : সহিংসতাকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত পদযাত্রায় নেতৃবৃন্দ বলেছেন, সমাজের প্রত্যেকেই নিজস্ব অর্থপূর্ণ কাজের মাধমে নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাহলেই নারী জাগরণের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব।
ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে গতকাল সকালে গুলশান ১ চত্ত্বর থেকে একটি পদযাত্রার (ডধষশ ভড়ৎ এবহফবৎ ঔঁংঃরপব) অনুষ্ঠিত হয়।
পদযাত্রা উদ্বোধন করেন সংসদ সদস্য শবনম জাহান, অপরাজিতা হক, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), এনজিও এ্যফেয়ার্স ব্যুরোর মহগাপরিচালক কেএম আবদুস সালাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আবুল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, আলেয়া সারোয়ার ডেইজি প্রমুখ। গুলশান ১ থেকে শুরু হয়ে পদযাত্রাটি গুলশান ২ লেক পার্কে এস শেষ হয়। পদযাত্রায় জাতিসংঘ, বিদেশি দূতাবাস, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর আকমল শরীফ।
শবনম জাহান বলেন, সমাজের প্রত্যেকেই নিজস্ব অর্থপূর্ণ কাজের মাধমে নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতার কাজটি করতে হবে, তাহলেই নারী জাগরণের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ