পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কয়েকটি ধারণা নিয়ে ছয়টি ভিন্ন গল্পের বিজ্ঞাপন তৈরি করেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ। বিজ্ঞাপনগুলোতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। মাত্র ১৫ সেকেন্ডে গোটা দেশের সমগ্র জনগোষ্ঠীকে একই ফ্রেমে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে ‘নগদ’।
এই বিজ্ঞাপনগুলো তৈরির জন্য নদীর চরে, ট্রলার নিয়ে মাঝ নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য, গ্রামীণ বাজারের দৃশ্য এবং একটি গ্রামের বেশ কিছু মানুষকে নিয়ে বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়। শুটিংয়ের সময় এক এলাকার একটি সেতুর দৃশ্য ধারণ করতে গেলে স্থানীয় জনতা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে সেতুর যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। আর মানুষকে আপন করে নেওয়ার এই প্রচেষ্টা আরও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে যখন নগদ-এর টিম ও গ্রামবাসী কাজ শেষে একসাথে একবেলা খাবার খায়। এভাবে সম্ভব হয়েছে চমৎকার ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করা। বর্তমানে দেশের প্রধান প্রধান টেলিভিশন চ্যানেলে নগদ-এর এই ছয়টি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।