পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ চক্রান্ত কোনোভাবেই বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে মুসলিম উম্মাহকে সাথে নিয়ে বাবরি মসজিদ পুনরুদ্ধারে ভূমিকা পালন করবো। মুসলিম বিশ্ব ও জাতির সাথে সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাব। আমরা দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে যেকোনো ধরনের চক্রান্ত অপকৌশল প্রতিহত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দশ বছর পূর্তি উপলক্ষে গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের পশ্চিম পার্শ্বের রোডে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্বের বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলনা শরীফ সাঈদুর রহমান, কওমী ফোরামের সমন্বয়ক মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন।
মাওলানা মামুনুল হক আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদ ও আল্লাহ, আল্লাহর রাসুল এবং ধর্মের বিরুদ্ধে বিষোদগারের জন্য সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।