Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সমন্বিতভাবে দেশের ৭টি কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন গতকাল দুপুরে ভর্তি পরীক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন ।

সর্বমোট ৩৫৫০টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষার জন্য ৭৫ হাজার ৮৭২ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৯৮২ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৪৬৭ জন শিক্ষার্থী। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় ৬৫.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলো।
মেধা তালিকায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর ৫০.২৫ এবং অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ৩৯.৭৫ নম্বর পর্যন্ত রাখা হয়েছে। ইউজিসি সদস্য ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ