Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমিত আকারে মামলা

নতুন সড়ক আইন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

সীমিত আকারে নতুন সড়ক আইনের বাস্তবায়ন শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। হাতে লেখা কেস ¯িøপের (মামলার রসিদ বই) মাধ্যমে নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর প্রয়োগ শুরু করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। প্রাথমিক পর্যায়ে কেউ গুরুতর অপরাধ করলে মামলা বা জরিমানা করা হচ্ছে।
গত ১ ডিসেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের চারটি বিভাগ এ আইনের প্রয়োগ শুরু করেছে। কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। তবে ট্রাফিক সার্জেন্টদের কাছে এখনও কেস ¯িøপ বই হস্তান্তর করা হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যাপ্ত পজ মেশিন পৌঁছলে এবং ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম শেষ হলে সম্পূর্ণ নতুন আইনের ব্যবহার শুরু হবে।

গত ২১ নভেম্বর থেকে ট্রাফিক সচেতনতা কর্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এই কার্যক্রমের আওতায় পথচারী এবং চালকদের সতর্ক করা হচ্ছে। এ ছাড়া চলছে উঠান বৈঠক। মালিক, চালক ও শ্রমিকদের সঙ্গে করা হচ্ছে মতবিনিময়।

ট্রাফিক বিভাগ সূত্র মতে, গত শনিবার থেকে নতুন আইন প্রয়োগ শুরু হয়েছে। তবে তা খুব সীমিত আকারে। ঢাকায় চার বিভাগে নেতৃত্ব দিচ্ছেন চারজন উপকমিশনার। তাদের সহায়তা করছেন ১৫ জন সহকারী কমিশনার। ২৩টির মধ্যে মাত্র কয়েকটি ট্রাফিক অঞ্চলে নতুন আইনে মামলা হচ্ছে। ট্রাফিক আইন স্পষ্টভাবে লঙ্ঘন হলেই মামলা দেয়া হচ্ছে।

তাড়াহুড়ো করে নতুন সড়ক আইনের প্রয়োগ শুরু করতে চায় না ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘন করা যে অপরাধ সেটা আগে সবাইকে তারা বোঝাতে চায়। জনগণকে সচেতন করতে চায়। এরপর সম্পূর্ণভাবে নতুন সড়ক আইনের ব্যবহার শুরু হবে।

বর্তমানে ট্রাফিক আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন হলে মামলা দেয়া হচ্ছে। এর মধ্যে উল্টো পথে যাওয়ার অপরাধই বেশি ধরা হচ্ছে। এ ছাড়া লাইসেন্স না থাকলে এবং রং পার্কিং করলে মামলা দেয়া হচ্ছে। গত কয়েক দিনে ১৫ থেকে ২০টির মতো মামলা হয়েছে। ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট রবিউল ইসলাম বলেন, অল্প কিছুদিনের মধ্যেই পজ মেশিন চলে আসবে। তখন সম্পূর্ণভাবে নতুন আইনে মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ