পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের চীফ কালেক্টর বিক্রম চাকমা (৩৯) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে জেলা সদরের মগবান ইউনিয়নের বরাদম এলাকার আওলাদ বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রগুলো জানায়, রোববার ভোরবেলায় মগবান ইউনিয়নের বরাদম এলাকার আওলাদবাজারে গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা । তবে কারা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে তা পুলিশ কিংবা স্থানীয়রা জানাতে পারেনি। পরে একইদিন দুপুরে স্থানীয়রা গুলিবিদ্ধ এবং কোপানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তবে একটি সূত্র নিহতের পরিচয় নিশ্চিত করেছে। নিহত ব্যক্তির নাম বিক্রম চাকমা (৩৯)। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের চীফ কালেক্টর’র দায়িত্ব পালন করে আসছেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করার জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।