Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়কর দেন এক শতাংশ মানুষ

শোভাযাত্রায় এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

দেশের মাত্র এক শতাংশ মানুষ আয়কর দেয় বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। ‘জাতীয় আয়কর দিবস’ পালন উপলক্ষ্যে গতকাল তিনি এ মন্তব্য করেন। আয়কর বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মানুষকে নিয়মিত করদানে উৎসাহিত করতে গতকাল শনিবার দেশব্যাপী জাতীয় আয়কর দিবস-২০১৯ পালিত হয়। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’- স্লোগানকে সামনে রেখে এ বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য ছিল ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণে আয়কর দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। পরে বোর্ডের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন তিনি।

এরপর ঘোড়ার গাড়িতে করে রাজধানীতে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে এনবিআর চেয়ারম্যান ছাড়াও নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিকসহ সেলিব্রেটিরা অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন অভিনেতা ইনামুল হক, চিত্রনায়ক রিয়াজ, ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, বর্ষা, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, এসডি রুবেল, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নির্মাতা সালাউদ্দিন লাভলু প্রমূখ।

র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে বের হয়ে মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে আয়কর দিবসের ¯েøাগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বোর্ড ও বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

র‌্যালিকে দৃষ্টিনন্দন করতে অংশগ্রহণকারীরা আয়করের ¯েøাগান সম্বলিত টি-শার্ট ও ক্যাপ পরিধান করেন। এছাড়া র্যালিতে আয়কর সচেতনতা বাড়াতে গান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ঘোড়ার গাড়ি, আনসার-ভিডিপি’র বাদক দল অংশ নেন।
রাজধানী ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহরেও জাতীয় আয়কর দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আয়করে সচেতনতা তৈরিতে মোবাইল এসএমএস দেওয়া হয়।

আয়কর দিবসের শোভাযাত্রার উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এক আলোচনা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে মাত্র এক শতাংশ মানুষ কর দিয়ে থাকেন, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। রাষ্ট্র পরিচালনার জন্য সক্ষম সব ব্যক্তির আয়কর দেওয়া নৈতিক দায়িত্ব। কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না।

মোশাররফ হোসেন ভূঁইয়া আরো বলেন, দেশে আয়কর দিতে সক্ষম ব্যক্তির সংখ্যা প্রায়য় চার কোটি। আমরা সেই চার কোটিকেই আমাদের সঙ্গে আয়করে সামিল করতে চাই। বর্তমানে দেশে ১৬ কোটির বেশি জনগণ থাকলেও কর দেয় এক শতাংশ। বর্তমানে আয়করের জন্য রিটার্ন দেয় মাত্র ২২ থেকে ২৩ লাখ মানুষ। সরকার চাচ্ছে যে সবারই অংশগ্রহণ থাকুক। অবশ্য আয়কর রিটার্ন প্রদানকারী করদাতার সংখ্যা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ