পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন সরকার (৪৫) নামের বাংলাভিশন টেলিভিশনের এক গাড়ি চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ীর মাদরাসা রোডের সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিবলাই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাভিশনের এক কর্মকর্তা বলেন, নাইট ডিউটি করে সকালে অফিস থেকে বের হন মামুন। দুপুরে অফিসের কাছে কোনো মসজিদে জুমার নামাজ পড়েন। সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তিন সন্তানের জনক মামুন চলতি বছরের ফেব্রæয়ারিতে বাংলাভিশনে গাড়ি চালক হিসেবে যোগ দেন। এর আগে দেশ টিভি ও আর টিভিতেও গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক চালক ও মোটরসাইকেলটি জব্দের চেষ্টা চলছে।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।