Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সরকার পতনের আন্দোলন

আলোচনা সভায় ড. খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সরকারি সিদ্ধান্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হচ্ছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। জামিন পাওয়ার সব রকম উপযুক্ততা থাকার পরও সরকার বারবার তার জামিন আটকে দিচ্ছে। আগামী ৫ ডিসেম্বর খালেদা জিয়াকে মুক্তি না দিলে এবার সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি মুলতবি করে ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছে আপিল বিভাগ।
এমতাবস্থায় আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসকদেরকে পেশার প্রতি সম্মান বজায় রেখে সঠিক প্রতিবেদন দেয়ার আহŸান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঠিক প্রতিবেদন আপিল বিভাগে দিতে বিএসএমএমইউর মেডিকেল বোর্ডকে আহŸান জানাচ্ছি।
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনকে মুক্তি না দিলে সরকার পতনের একদফা আন্দোলন হবে। খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে মামলার কারণে নয়, গণতন্ত্র রক্ষার আন্দোলনের কারণেই কারাগারে যেতে হয়েছে।
এছাড়া দুর্নীতির সুযোগ করে দিতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির আবার উদ্যোগ গ্রহন করেছে। তারা ক্ষমতায় আসার পরে প্রায় ৮ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে এবং এই বার ২৩ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি করার জন্য প্রস্তাব করেছে।
আমাদের সরকারের সময়ে ২০০৬ সালে যে বিদ্যুতের প্রতি ইউনিটের গড় ছিলো আড়াই টাকা, সেটা এখন ১০/১১ টাকা। আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করবে। এভাবে জনগনের পকেট কেটে আওয়ামী লীগের দেওয়া সুযোগ- বিদ্যুত যারা উৎপাদন করে কুইক রেন্টাল পাওয়া প্ল্যান্ট তাদের পকেটে টাকাটা ঢুকিয়ে দেয়ার জন্য জনগনের পকেট থেকে এই টাকা কেটে নিচ্ছে।
পেঁয়াজ ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে ঢাকাস্থ চরফ্যাশন-মনপুরা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ হয়।
সংগঠনের সভাপতি সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর এবিএম মোশাররফ হোসেন জাতীয় প্রেস ক্লাবের গেইট পেরুলেই সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় শাহবাগ থানায়। মোশাররফ বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ