Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি উন্নয়নের বোর্ড ও সেনাবাহিনীর সমঝোতা স্মারকে সই

সেনাবাহিনী অতীতের ন্যায় নিপুণভাবে কাজ করবে : প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

সেনাবাহিনী অতীতের ন্যায় নিপুণভাবে কাজ করবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন নির্মিতব্য মিঠামইন সেনানিবাস স্থাপনা এর ভ‚মি সমতল উঁচুকরণ, ওয়েভ প্রটেকশন ও তীর প্রতিরক্ষা কাজ শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০২১ এর মধ্যে বাস্তবায়নের মেয়াদ নিয়ে সমঝোতা স্মারকে পানি উন্নয়নের বোর্ডের পক্ষে এ. কে.এম সফিকুল হক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, ময়মনসিংহ (বাপাউবো) এবং সেনাবাহিনীর পক্ষে লে.কর্ণেল মো. বদরুল আহসান খান, পিএসসি স্বাক্ষর করেন। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রিজওয়ান আহাম্মেদ তৌফিক, মেজর জেনারেল ইবনে ফজল শায়খুজ্জামানসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি কাজ পানি সম্পদ মন্ত্রণালয় বা সেনাবাহিনীর পৃথক কাজ না ভেবে সবাইকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণে একসাথে কাজ করে যেতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীর সাথে স্বাক্ষরিত এই একাদশতম প্রকল্পে সেনানিবাস স্থাপনের বিষয়টি থাকায় প্রকল্পটি সেনাবাহিনীর কাছে আলাদা গুরুত্ব রাখবে বলে আশা রাখি।
পানি সম্পদ উপমন্ত্রী এ. কে.এম এনানুল হক শামীম বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের দিন থেকেই যেন কাজ শুরু ভেবে নিতে হবে। সঠিক সময়ে কাজ সমাপ্তের তাগিদ দিয়েছেন তিনি।
কাজের গুণগতমানের সাথে আপোষ না করার নির্দেশনা দিয়ে উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনামত মানবতার বৃহত্তর কল্যাণে আমাদের প্রত্যেক প্রকল্প গৃহীত হচ্ছে যা উন্নত বাংলাদেশ গঠনে ভ‚মিকা রাখবে।
তিনি বলেন, নদী ভাঙন হতে সামরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা, নির্মিতব্য সেনানিবাস স্থাপনার ভ‚মি উঁচুকরণ, নদীর নাব্যতা বৃদ্ধি ও জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে নেয়া প্রকল্পটির ৩০৪৯৪.৬৮ লাখ টাকা ব্যয় ধরা হয় যা গত ৯ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ