পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দু:স্থদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত মামলায় জাতীয় সংসদের তৎকালিন হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই মামলায় তাকে অব্যাহতি দেয়ার আদেশ কেন বাতিল করা হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এর আগে রেডক্রিসেন্টের মাধ্যমে দু:স্থদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে শহিদুল হকের বিরুদ্ধে বরিশালের বানরীপাড়ায় পৃথক ২০টি মামলা হয়। এছাড়া ২০০৯ সালে ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জমদ্দার বাদী হয়ে মামলা করেন। এসব মামলায় নিম্ন আদালতে চার্জশিট দাখিল হয়। চার্জশিট গ্রহণের শুনানি শেষে গত ৩ অক্টোবর সৈয়দ শহিদুল হক জামালকে অব্যাহতি দেন বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।