পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজবাড়ী জেলার পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসায় হিন্দু সংগঠনের নেতা উত্তম কুমার গোস্বামীকে ভারাপ্ত সুপার হিসেবে নিয়োগ দেয়ায় দেশবাসি বিস্মিত হয়েছে। সরকার ৯০% মুসলমানদের বাংলাদেশে একজন হিন্দুকে মাদরাসার সুপার করে মাদরাসা শিক্ষাকে কলুষিত করা হয়েছে। অনতিবিলম্বে হিন্দু শিক্ষককে প্রত্যাহার করে একজন যোগ্য মুসলিম শিক্ষক নিয়োগ করতে হবে।
গতকাল বুধবার পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন (জাফরুল্লাহ খান) আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের সিনিয়র নেতা আলহাজ মোহাম্মদ আজম খানের সঞ্চালনায় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ২০২০/২১ মেয়াদে মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খানকে আমীর ও মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফকে মহাসচিব নির্বাচিত করা হয়।
দলের নবনির্বাচিত আমীর মাওলানা জাফরুল্লাহ খান বলেন, বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মাদরাসায় হিন্দু ব্যক্তিকে সুপার নিয়োগ দিয়ে মাদরাসা শিক্ষাকে কুলষিত করা হচ্ছে। এ ধরনের গর্হিত কাজের জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মোস্তফা তারেকুল হাসান, সম্মিলিত ইসলামী ঐক্য জোটের মহাসচিব অ্যাডভোকেট খাইরুল আহসান, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা আবুল কাসেম কাসেমী ও মাওলানা আব্দুল ওয়াহাব জিহাদী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।