পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ নিহত হন ২২ জন। তাদের মধ্যে ছিলেন দুজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেক সদস্য। ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের থান্ডার বোল্ট অপারেশনে উদ্ধার অভিযানে ৫জঙ্গি ও রেস্তোরার একজন পাচক নিহত হন। এই অভিযানের মধ্য দিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর জিম্মি দশা। নিহতদের মধ্যে ছিলেন ইতালির নাগরিক ৯ জন, জাপানি ৭ জন, ভারতীয় একজন, বাংলাদেশ-আমেরিকার দ্বৈত নাগরিক একজন, বাংলাদেশি দুজন ও পুলিশ কর্মকর্তা ছিলেন দুজন। এছাড়া পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হলি আর্টিসান রেস্টুরেন্টের দুজন স্টাফ মারা যান।
নিহত ইতালির ৯ জন হলেন- ক্রিশ্চিয়ান রসি, ক্লদিয়া মারিয়া ডি›অ্যান্টোনা, মার্কো টোনডাট, ভিনজেনজো ডি’অ্যালেস্ট্রো, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, নাদিয়া বেনেভেট্ট, অ্যাডেলে পুগলিসি ও ক্লদিও ক্যাপেলি। নিহত জাপানের ৭ জন হলেন-মাকোটো ওকামুরা, হেরোশি তানাকা, ইয়োকি সাকাই, নোবুহিরো কোরুসাকি, রুই শিমোডাইরা, হিডেকি হাশিমোটা ও কোয়া ওগাসাওয়ারা। নিহত বাংলাদেশ-আমেরিকার দ্বৈত নাগরিক অবিন্তা কবির, ভারতীয় নাগরিক তারিশি জৈন, বাংলাদেশি দুই নাগরিক ইশরাত জাহান আখন্দ ও ফারাজ আইয়াজ হোসেন নিহত হন। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ খান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হলি আর্টিজানের স্টাফ সাইফুল চৌকিদার ও জাকির হোসেন শাওন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।