পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আয়কর খাতে রাজস্ব অনেক বেড়েছে। ট্যাক্স রেভিনিউ কম আছে। তবে নির্ধারিত সময়ে সেটা আমরা পূরণ করতে পারবো। বছর শেষে আমরা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সেটা অর্জন করতে পারবো।’
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। গত তিন মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ভালো না এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রবৃদ্ধিটা বেশি হচ্ছে না, তবে সেটা হবে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির মূল জায়গা হচ্ছে ভ্যাট। কিন্তু ভ্যাট আদায়ে আমরা এখনো মেশিনই বসাতে পারিনি। মেশিন বসালে আমরা জনবল দিতাম, তারপর ভ্যাট আদায় করতাম।’
‘এনবিআরের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে ১ জুলাই থেকে মেশিনগুলো সরবরাহ করা হবে। কিন্তু দুঃখজনক হলো এখনো মেশিনগুলো পাইনি। আমি আশা করি এখন মেশিন আসবে, এনবিআর চেয়ারম্যান বলেছেন ডিসেম্বরের মধ্যেই মেশিন সরবরাহ করা হবে।’
ডিসেম্বরে হলে ইতোমধ্যে অর্থবছরের ছয় মাস পার হয়ে যাবে। তারপর এ ক্ষতি পূরণ কি সম্ভব এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘ছয় মাসে চলে যাবে এটা আমিও জানি, আপনিও জানেন। কিন্তু আমি তো উনাকে (এনবিআর চেয়ারম্যান) বিশ্বাস করেছিলাম। শপথ নিয়ে প্রথমেই এ বিষয়ে কথা বলেছিলাম। তিনি সেদিনই বলেছিলেন জুলাইয়ের প্রথমেই মেশিনগুলো সরবরাহ করবে। কিন্তু সেটা হয়নি।’
উনার না পারাটা আপনার না পারা হিসেবে গণ্য হবে প্রশ্নে তিন বলেন, ‘আমি অস্বীকার করছি না। এ ক্ষেত্রে বাংলাদেশ লস করেছে। বাংলাদেশ এ ব্যাপারে অনেক ক্ষেত্রেই লস করেছে।’
রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা দেয়ায় প্রবৃদ্ধি ম্যাজিক্যালিভাবে বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি এ ক্ষেত্রে আশাহত হবো না। প্রথম শুরু করছি তাই হয়তো একটু সমস্যা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।