Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গদিরক্ষার জন্যই সরকার প্রতিবাদ করতে পারে না

সংবাদ সম্মেলনে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারত সফরে অভ্যর্থনা না পেলেও গদিরক্ষা বিপজ্জনক হবে ভেবেই শেখ হাসিনার সরকার কোন প্রতিবাদ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কয়দিন আগে প্রধানমন্ত্রী কলকাতা সফর করে আসলেন রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে। বলা হচ্ছে, তিনি নাকি সরকারি আমন্ত্রণে কলকাতা গিয়েছেন। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত, বিস্মিত, আমাদের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে কোন অভ্যর্থনা পর্যন্ত দেয়া হয়নি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তো দূরের কথা কোন সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। তাঁকে রীতিমতো অপমান করা হয়েছে। কিন্তু গদিরক্ষা বিপজ্জনক হবে ভেবেই শেখ হাসিনার সরকার প্রতিবাদ করতে পারে না। গতকাল (মঙ্গলবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের অধিকার হরণ করে ভোটের আগের রাতে ভোট ডাকাতি করে কিংবা বিনা ভোটের নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে তিনি যখন দাম্ভিকতার সাথে জনসম্মুখে যিনি বক্তব্য রাখতে পারেন তিনি তো একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েও পার্শ্ববর্তী দেশের কোন প্রটোকল না পেলেও লজ্জিত না হয়ে যে উল্লসিত হবেন এটাই স্বাভাবিক। এসব কর্মকাÐে দেশবাসী লজ্জিত হয়, জাতি হিসেবে বাংলাদেশের জনগণের মান সম্মানের হানী ঘটলেও প্রধানমন্ত্রীর টনক নড়ে না। তিনি বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা, মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন।
তিনি বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত। ‘গরু চোর’ অপবাদ দিয়ে প্রায়শঃই সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। অথচ প্রতিবাদ করার সামর্থ হারিয়ে ফেলেছে বর্তমান অবৈধ সরকার। শিরদাঁড়া সোজা না থাকলে, শির উঁচু করে কথা না বলতে পারলে, বুকের পাটা না থাকলে এমনই হয়। শেখ হাসিনার বিমানে চড়া পেঁয়াজ এখনও ইমিগ্রেশন পার হয়ে বাজারে আসতে পারেনি বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী বললেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই।’ তারপরেও পেঁয়াজের এতো গগনচুম্বি মূল্য কেন। বলা হলো দেড় লাখ টন পেঁয়াজ আসছে। আজও এলো না সেই বিমান ভর্তি পেঁয়াজ।
যতই বিমান দেখাক, আর অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানীর কথা বলা হোক, সেটি আসলে কানাকে হাইকোর্ট দেখানোর মত! পেঁয়াজ এখন স্বল্প আয়ের মানুষের জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছে মন্তব্য করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বেড়েই চলছে পেঁয়াজের দাম, চালের দাম।



 

Show all comments
  • Nannu chowhan ২৭ নভেম্বর, ২০১৯, ৮:২০ এএম says : 0
    Mr.rijvi, shokar shomporke je kothata bolesen eai kothata eai desher shorkari doler o tader lejurra sara ar shob manushei valovabe opoloddi kore.kintu apnara eai shober biruddhe shottikar kono andolon goria tulte paren nai eaita apnader boro berthota....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ