Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা হবে নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব

সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা নগরকে নারী, শিশু ও প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তোলা হবে। তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নারী-পুরুষ এক হয়ে কাজ করতে বাংলাদেশে প্রথমবারের মতো ‘১৬ ডেইজ অব অ্যাকটিভিজম’ বিশ্বের অন্যতম আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান পালন করবে ডিএনসিসি। এর লক্ষ্য হচ্ছে নিরাপদ ও নারীবান্ধব ঢাকা শহর গড়ে তোলা। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নগরভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএনসিসি মেয়র।
আতিকুল ইসলাম বলেন, রাজধানীর গুলশানের শহীদ তাজ উদ্দিন পার্কে আগামী ২৯-৩০ নভেম্বর দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর অ্যাকটিজমের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ৩০ নভেম্বর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এছাড়াও সেমিনারে অংশগ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, প্রতিবন্ধীবান্ধব শহর গড়তে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত নাগরিকবান্ধব করতে সবাইকে সড়ক আইন মেনে বাইক চালাতে হবে। ডিএনসিসি মেয়র বলেন, নগরের বিভিন্ন জায়গায় বক্স বসানো হবে। নারী, শিশু ও প্রতিবন্ধীরা হয়রানির শিকার হলে অভিযোগ বক্সে চিঠি দিতে পারবেন। একটি উচ্চ ক্ষমতা কমিটি সেই চিঠি খুলে ব্যবস্থা নেবে। দেশের আইন অনুযায়ী তাদের বিচারে ভিকটিমকে আইনি সহায়তা করা হবে।
তিনি বলেন, সচেতনতা বাড়ানো লক্ষ্যেই ১৬ দিনের অ্যাকটিভিজমের আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে নিরাপদ শহর গড়ে তুলি। যেখানে নারী-পুরুষ সমতা থাকবে। বিশেষ চাহিদাবান্ধব তথা প্রতিবন্ধী ও শিশুবান্ধব নগর গড়বো। এটা আমাদের স্বপ্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ