Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৫টি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
গতকাল মঙ্গলবার উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিততে এ তথ্য জাননো হয়। এতে বলা হয়, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন এর নেতৃত্বে সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অভিযান পরিচালনা করেন।
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন ২টি ডিজেল ও ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে কম প্রদান করছে ও মেসার্স সানাল বেপারী ফিলিং স্টেশন সীল ভাঙ্গা অবস্থায় ৩টি ডিজেল ও ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিট এর মাধ্যমে তেল বিক্রয় করে আসছে এবং মেসার্স মা ফিলিং স্টেশন সিলবিহীন অবস্থায় ১টি হাইটেক ব্রান্ডের ডিসপেন্সিং ইউনিট ব্যবহার করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী নিয়োমিত মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ