Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে জাল নোট তৈরি ও বিক্রি চক্রের ৬ প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গত সোমবার কামরাঙ্গীরচরের নির্মাণাধীন আরকে টাওয়ারে ডিবি উওরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে ৮-১০ হাজার টাকার বিনিময়ে ১ লাখ টাকার সমমূল্যের জালনোট বিক্রি করতো।
গ্রেফতাররা হলো- সাইফুল ইসলাম ওরফে রনি (৩১), গিয়াস উদ্দিন (৩৬), আজাহার আলী (৩৯), আসিফ (২৭), জীবন বেপারী (২৯) ও ফোরকান (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জালনোট, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ, ৪টি কালার প্রিন্টার, ১ টি ফয়েল পেপার রোল, ৪টি স্কিন প্রিন্টের ফ্রেম, ১ বান্ডিল কাগজ, ২টি এন্টিকাটার, ২টি স্টিলের স্কেল, ১৫টি অব্যবহৃত কালির কৌটা ও ১০টি প্রিন্টারের ব্যবহৃত রিফিল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরের সহকারি পুলিশ কমিশনার (অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম) শাহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টায় কামরাঙ্গীরচরের কামাল সাহেবের নির্মানাধীন আরকে টাওয়ারে অভিযান পরিচালনা করে জাল নোটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার সাইফুলসহ চক্রের দেশের বিভিন্ন স্থানে জাল টাকা বিস্তারের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। তারা প্রথম পাইকারী বিক্রেতার নিকট প্রতি লাখ জাল নোট ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করে।
পাইকারী বিক্রেতা ১ম খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে ১২-১৫ হাজার টাকায়, এভাবে ১ম খুচরা বিক্রেতা ২য় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে ২৫-৩০ হাজার টাকায় এবং ২য় খুচরা বিক্রেতার কাছ থেকে মাঠ পর্যায়ে সেই নোটের মূল্য হয়ে যায় আসল টাকার সমান। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ