Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯ শুরু

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল-৯ এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সেনা মালঞ্চে মঙ্গলবার থেকে দুই দিন ব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর মেলা ২০১৯ শুরু হয়েছে। উক্ত মেলায় কর অঞ্চল-৯ এর আওতাধীন সশস্ত্র বাহিনী কর্মকর্তা এবং আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত ও এলপিআর ভোগরত সামরিক ও অসামরিক ব্যক্তি আয়কর প্রতিবেদন দালিখসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গতকাল মেলার উদ্বোধনী দিনে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়কর মেলা ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত মেলার দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্যদের আয়কর প্রদানে উৎসাহিত ও সহযোগিতা প্রদানসহ প্রতিবেদন দাখিলের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে বিগত বছরের ন্যায় এ বছরেও সশস্ত্র বাহিনী আয়কর মেলা ২০১৯ এর আয়োজন করা হয়েছে। আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ