পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের পটিয়ার চারটি গ্রামে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি মো. সাহরাওয়ারর্দীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট ৪টি গ্রামে সুপেয় পানি সরবরাহ অব্যাহত রাখারও নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে পানি আইনের অধীনে চারটি গ্রামকে পানি সঙ্কটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কি না তা জানতে পানি সম্পদ মন্ত্রণালয়কে ৩ মাসের সময় বেধে দেয়া হয়েছে। গ্রামগুলো হচ্ছে, চরকানাই, হুলাইন,পাঁচুড়িয়া এবং হাবিলাস দ্বীপ।
গতকাল রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। রিটের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পাঁচুড়িয়া ও হাবিলাস দ্বীপ গ্রাম থেকে শিল্প কারখানাগুলো অব্যাহতভাবে ভ‚গর্ভস্থ পানি উত্তোলন করছে। এ কারণে আশপাশের গ্রামগুলোতে বসবাসকারী ৩০ হাজার মানুষ পানি পাচ্ছে না। ৩শ’ টিউবওয়েল বিকল হয়ে যায়। এ অবস্থায় হাইকোর্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এর আগে রুল জারি করেছিলেন। রুলের চ‚ড়ান্ত শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।