পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজবাড়ী জেলার পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসায় হিন্দু সংগঠনের নেতা উত্তম কুমার গোস্বামীকে ভারাপ্ত সুপার হিসেবে নিয়োগ প্রদান কিসের আলামত ? কথিত এই নিয়োগ এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের লালিত ও ধারণকৃত চিন্তা চেতনা চিরায়ত ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। মাদরাসায় হিন্দু সুপার নিয়োগ ইসলামের সাথে উপহাসের শামিল। বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : রাজবাড়ীতে মাদরাসায় হিন্দু ব্যক্তিকে সুপার নিয়োগ দিয়ে এদেশের সর্বস্থরের মুসলমানদের সাথে উপহাস করা হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ। তারা বলেন, মাদরাসায় হিন্দু সুপার নিয়োগ দেয়া ইসলামি শিক্ষা ও সভ্যতার জন্য শুধু অপমানজনকই নয় বরং মারাত্মক হুমকি।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে রাজবাড়ী জেলার পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসায় হিন্দু সংগঠনের নেতা উত্তম কুমার গোস্বামীকে ভারাপ্ত সুপারের হিসেবে নিয়োগ দেয়ার প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে বক্তারা এসব কথা বলেন।
নগর সভাপতি মাওলানা বেলায়াত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম। আরো বক্তব্য রাখেন, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজাউল করীম।
নেতৃবৃন্দ অবিলম্বে উত্তম কুমারকে মাদরাসা সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানিয়ে বলেন, ৯০ ভাগ মুসলিম অধ্যুষ্যিত বাংলাদেশে একটি মাদরাসার সুপার হিসেবে একজন হিন্দুকে নিয়োগ দেয়া দুঃখ জনক।
পীর সাহেব চরমোনাই
একজন হিন্দু বা ভিন্নধর্মী লোক কিভাবে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসার সুপার হয় তা আমাদের বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে বলেন, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিন্দু এটা একটা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। মাদরাসায় হিন্দু সুপার ইসলামের সাথে উপহাসের শামিল। পীর সাহেব বলেন, অবিলম্বে শিক্ষামন্ত্রীকে এবিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় ইসলামপ্রিয় জনগণ প্রতিবাদে রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।
নেজামে ইসলাম পার্টি
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, নিয়োগ কর্তৃপক্ষের মাত্রা জ্ঞানে তৌহিদবাদী জনতা বিস্ময়ে হতাশ, হতবাক ও ক্ষুব্ধ। তিনি বলেন, মাদরাসায় হিন্দু সুপার নিয়োগ কিসের আলামত ?
তিনি এক বিবৃতিতে বলেন, বিধর্মীয় চিন্তা চেতনা সম্বলিত সুপার দিয়ে ইসলাম ধর্মীয় ব্ই পুস্তক পড়ানোর ক্ষেত্রে তত্ত্বাবধান করা বিভাবে সম্ভব এ নিয়ে জনগণ চিন্তিত। কারণ হিন্দু সুপার দ্বারা তৌহিদবাদী মাদরাসা শিক্ষার্থীদের মনে সর্বশক্তিমান আল্লাাহ তায়ালা ও তাঁর রাসুলের (সা.) প্রতি বিশ্বাস গড়ে তোলা কিছুতেই সম্ভব হবে না। এতে সুদীর্ঘকাল ধরে প্রচলিত মাদরাসা শিক্ষার বর্তমান ধারা বৈশিষ্টহীনতায় রুপান্তরিত হবে ।
তিনি মাদরাসায় হিন্দুর পরিবর্তে একজন মুসলমান সুপার নিয়োগের দাবি জানিয়ে বলেন, একটির পর একটি ইস্যুতে জর্জরিত দেশবাসির ওপর আরেকটি ইস্যু চাপিয়ে দিলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।